স্মার্টফোনের ফটোগ্রাফি অভিজ্ঞতার উন্নয়নে নতুন ইমেজিং সিস্টেমের পেটেন্ট করেছে চীনের অন্যতম স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমি। এর মাধ্যমে ব্যবহারকারীরা একে অন্যের সঙ্গে যুক্ত ডিভাইস ব্যবহারের মাধ্যমে থ্রিডি ইমেজ ধারণ করতে পারবেন। খবর গিজমোচায়না।
সিএন১১৩৪৩৮৪৬২এ সিরিয়াল নম্বরে এ পেটেন্ট রেকর্ড করা হয়েছে এবং এ মাল্টি ডিভাইস ইন্টারকানেক্টেড শুটিং মেথড অ্যান্ড ডিভাইস, ইলেকট্রনিক ইকুইপমেন্ট অ্যান্ড স্টোরেজ মিডিয়াম টাইটেল প্রদান করা হয়েছে।
পেটেন্টের তথ্যানুযায়ী, নতুন এ ইমেজিং পদ্ধতি আন্তঃসংযুক্ত একাধিক ডিভাইসের মাধ্যমে থ্রি ডাইমেনশনাল ছবি ধারণ করে। এটি ব্যবহারকারীদের সামগ্রিক ফটোগ্রাফি অভিজ্ঞতাকে পরিবর্তন করে দেবে এবং আরো সৃজনশীল উপায়ে পছন্দের ছবি ধারণের সুযোগ দেবে।
পেটেন্টের তথ্যানুযায়ী, ছবি ধারণের এ পদ্ধতি আন্তঃসংযুক্ত ডিভাইসের মধ্যে যোগাযোগের চেষ্টা করবে এবং এরপর সংযোগ স্থাপনের অনুমতি চাইবে। এরপর ছবি ধারণের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে চূড়ান্ত ছবি গঠন করবে।
এ ডিভাইসগুলোয় প্যানোরমিক ছবি ধারণের সুবিধাও থাকবে। এরপর এ ছবির ওপর বিভিন্ন স্তরে বাকি ছবিগুলো বসানো হবে। সেজন্য ছবি ধারণে অন্তত দুটি ডিভাইস সংযুক্ত থাকতে হবে। তবে এ মুহূর্তে প্রতিষ্ঠানটি আসলেই এমন কোনো প্রযুক্তি নিয়ে কাজ করছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।