মোবাইলে প্লেয়ারআনন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) গেম খেলার সময় ধরা পড়ায় কলেজ পড়ুয়া ১০ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
অনেক বেশি আসক্তি এবং সহিংসতার কথা বলে আগের সপ্তাহেই গেমটিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গুজরাটে। নিষেধাজ্ঞা অমান্য করে গেম খেলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি দেওয়া হয় ওই ১০ শিক্ষার্থীকে। সুত্র: দ্যা ভার্জ।
স্থানীয় সংবাদমাধ্যমকে এক পুলিশ সদস্য বলেন, শিক্ষার্থীরা গেমে ‘এতো বেশি মগ্ন’ ছিলেন যে, পুলিশ তাদের গ্রেপ্তার করতে আসছে তারা তা খেয়ালই করেনি।