বিশ্বজুড়ে কোটি কোটি স্মার্ট ফোনে ব্যবহৃত অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের জন্য লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড ১২ লঞ্চ করেছে গুগল। তবে অক্টোবরের শেষ দিকে পৌঁছে টেকজায়ান্টটি, বড় স্ক্রিনের ডিভাইসগুলির জন্য আরও নতুন একটি চমক নিয়ে হাজির হয়েছে। আজ সংস্থাটি বড় স্ক্রিনের জন্য অ্যান্ড্রয়েড ১২এল নামের নতুন এবং পৃথক সফ্টওয়্যারের ঘোষণা করেছে।অ্যান্ড্রয়েড ১২এল প্রধানত ট্যাবলেটের জন্য আসবে।
গুগলের ব্লগ পোস্ট অনুযায়ী, আগামী বছর এই অপারেটিং সিস্টেমটি মুক্তি পাবে। অ্যান্ড্রয়েড ১২এল ইউআই/নোটিফিকেশন, লক স্ক্রিন, হোম স্ক্রিন, কুইক সেটিং সহ এসেছে। আপাতত সংস্থাটি নতুন আপডেট আনতে ওইএম পার্টনারদের সাথে কাজ চালিয়ে যাবে।
মনে করা হচ্ছে অ্যান্ড্রয়েড ১২এল প্রধানত ট্যাবলেটের জন্য আসবে। ইতিমধ্যে গুগলও ঘোষণা করেছে যে এই ওএসের প্রিভিউ প্রথমে লেনোভো ট্যাব পি১২ প্রো মডেলে পাওয়া যাবে। তবে এটি ফোল্ডেবল এবং ক্রোমওএস ডিভাইসগুলিতেও পরিলক্ষিত হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বড় স্ক্রিনের জন্য আলাদা ফিচার সরবরাহের পাশাপাশি এই ওএস একটি নতুন এপিআই বহন করবে। এই এপিআই অ্যাপগুলিকে ফোল্ড এবং হিন্জ-অ্যাওয়ার করে তুলবে – এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছে।