দেশের বাজারে রোমানিয়ার অ্যান্টিভাইরাস ও সাইবার সিকিউরিটি ব্র্যান্ড বিট ডিফেন্ডারের নতুন পরিবেশক হিসেবে কাজ শুরু করেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। দেশের বাজারে বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটির পাশাপাশি ছোট, মাঝারি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের জন্য বিট ডিফেন্ডার এন্ডপয়েন্ট সিকিউরিটি উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি।
ফেসবুক, টুইটার আর গুগল সার্চের ফেইক লিঙ্ক আর স্মার্টফোনের অ্যাপ, ইউআরএল শর্টেনিং সার্ভিস, ইমেইল , অনলাইন বিজ্ঞাপন আর বহুল প্রচলিত ইউএসবি (পেন) ড্রাইভ এর মাধ্যমে যে কোন সময় ঘটতে পারে সাইবার ক্রাইম। শক্তিশালী ও ফিচার সমৃদ্ধ অ্যান্টিভাইরাস ছাড়া কম্পিটারের জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফাঁদ পেতে তৈরী থাকে ভাইরাস/ম্যালওয়ার/ট্রোজান/স্পাইওয়ার/ফিশিং আর হ্যাকাররা।
গ্লোবাল ব্র্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রযুক্তি ব্যবহারকারীদেরকে সাইবার জগতে সুরক্ষিত রাখতে বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি অ্যাপ্লিকেশন অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। বিট ডিফেন্ডারের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অনলাইন হুমকি চিহ্নিত করে তা উৎখাত করে।
‘বিট ডিফেন্ডার’ এর উল্লেখযোগ্য ফিচার সমূহের মধ্যে রয়েছে অনলাইন থ্রেট প্রিভেসশন, এডভান্সড থ্রেট ডিফেন্স, ফাইল এনক্রিপশন, ইমপ্রুভড প্যারেন্টাল কন্ট্রোল, ওয়েব ক্যাম প্রটেকশন, এন্টি ফিশিং, ফাইল ¯্রডোর, ভালনেরাবিলিটি স্ক্যান, এন্টি ফ্রড, ওয়াই-ফাই সিকিউরিটি এডভাইজার, ডিভাইস এন্টি থেফট, ওয়ান ক্লিক অপটিমাইজার, ডিস্ক ক্লিন আপ, সেইফ ফাইলস, র্যানসমওয়্যার প্রটেকশন এন্টি স্প্যাম, ফায়ারওয়াল সহ অন্যান্য গুরুত্বপূর্ন ফিচার যা আপনার পিসি কে করবে সম্পূর্ন নিরাপদ।
দীর্ঘ ১৭ বছর ধরে বিশ্বের ৫০ কোটি প্রযুক্তিপ্রেমীদের আস্থা অর্জন করে শীর্ষস্থান ধরে রেখেছে ‘বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস’।
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিট ডিফেন্ডার ১ নম্বর অ্যান্টিভাইরাস হিসেবে গ্রহনযোগ্যতা পাবে বলে ধারনা করছেন দেশের বিজ্ঞ প্রযুক্তিবিদরা।
খুব শীঘ্রই সারাদেশে বাজারজাত করা হবে বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটির ১ ইউজার এবং ৩ ইউজার। এর পাশাপাশি ছোট, মাঝারী ও বৃহৎ করপোরেট সল্যুশনের জন্য বিভিন্ন চাহিদা অনুযায়ী বিট ডিফেন্ডার এন্ডপয়েন্ট সিকিউরিটিও পাওয়া যাবে বলে জানিয়েছেন গ্লোবাল ব্র্যান্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।