ব্যাটল রয়্যাল গেম ফোর্টনাইট বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ভিডিও গেম ও সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান এপিক গেমস। চীনের বাজার থেকে আনুষ্ঠানিকভাবে গেমটির কার্যক্রম বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
চীনে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়। সেখানে চলতি মাসে গেমটির পরীক্ষামূলক ভার্সন বন্ধের কথা উল্লেখ করা হয়। নিজস্ব ওয়েবসাইটে বলা হয়, নভেম্বরের ১ তারিখ থেকে নতুন ইউজার রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে এপিক গেমস। সেই সঙ্গে ১৫ নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটি চীন থেকে তাদের সব সার্ভার সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। ওই পোস্টে প্রতিষ্ঠানটি ইউজারদের গেমটি খেলার জন্য ধন্যবাদ জানায়।
বর্তমানে বহুল প্রচলিত গেমসের মধ্যে অন্যতম একটি হলো ফোর্টনাইট। কিন্তু ঠিক কী কারণে প্রতিষ্ঠানটি চীন থেকে গেমটির কার্যক্রম বন্ধ করে দিচ্ছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রযুক্তিবিদ ও বাজার সংশ্লিষ্টদের ধারণা, চীনের বাধার মুখে প্রতিষ্ঠানটি তাদের গেমের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। সম্প্রতি ১৮ বছরের কম বয়সী শিশুদের গেম খেলার সময়ের বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করেছে চীন সরকার। নতুন বিধি অনুযায়ী শিশুরা এখন সপ্তাহে মাত্র ৩ ঘণ্টা গেম খেলার সুযোগ পাবে। উল্লেখ্য, চীনে যেসব গেম চালু করা হয়েছে, সেগুলোর কার্যক্রম চালু রাখতে হলে স্থানীয় নিয়মানুসারে বেশকিছু পরিবর্তন করতে হবে।
প্রচলিত নিয়মের অংশ হিসেবে ব্যাটল রয়্যাল গেম থেকে রক্তপাতের ব্যবহার বন্ধ করতে হবে এবং এসব গেমকে লাস্ট ম্যানস স্ট্যান্ডিংয়ের পরিবর্তে মিলিটারি ট্রেনিং সিমুলেটরে রূপান্তর করতে হবে।