প্রযুক্তি বাজারে প্রথমবারের মতো ১৪ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত ১৬ গিগাবিটের লো পাওয়ার ডাবল ডাটা রেট ৫এক্স (এলপিডিডিআর৫এক্স) ডির্যাম নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। খবর টাইমস অব ইন্ডিয়া।
ফাইভজিসহ উচ্চগতির ডাটা সার্ভিস অ্যাপ্লিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সে ব্যবহারের জন্য নতুন এ ডির্যাম নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৮ সালে স্যামসাং প্রথমবারের মতো ৮ জিবি এলপিডিডিআর৫ ডির্যাম উৎপাদন করেছিল।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ১৬ গিগাবিটের এলপিডিডিআর৫এক্স ডির্যাম পরবর্তী প্রজন্মের মোবাইল ডির্যাম। ভবিষ্যতে ফাইভজি অ্যাপ্লিকেশনের গতি, ক্ষমতা ও বিদ্যুৎ সাশ্রয় সক্ষমতা বাড়াতে এ ডির্যামের ডিজাইন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি, এলপিডিডিআর৫এক্স ডির্যামটি প্রতি সেকেন্ডে ৮ দশমিক ৫ গিগাবিট গতিতে ডাটা প্রসেসিংয়ের সুবিধা দেবে, যা এলপিডিডিআর৫-এর ৬ দশমিক ৪ গিগাবিট পার সেকেন্ডের তুলনায় ১ দশমিক ৩ গুণ বেশি। ১৪ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত ডির্যামটি এলপিডিডিআর৫ মেমোরির তুলনায় ২০ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করে থাকে বলেও দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্যামসাং ইলেকট্রনিক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংজুন হোয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, অগমেন্টেড রিয়েলিটি ও মেটাভার্সের মতো বড় আকারের ডাটা প্রসেসিং খাতগুলো দ্রুত প্রসারিত হয়েছে। আমাদের অধিক শক্তিশালী ও কম বিদ্যুৎ ব্যবহারকারী এলপিডিডিআর৫এক্স ডির্যাম স্মার্টফোন উৎপাদন খাতের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভার ও অটোমোবাইল শিল্পে নতুন সক্ষমতা সৃষ্টিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াবে।