গুগলের পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ কথা জানানো হয়। এর আগে সিরিজের স্মার্টফোনে ওভাররেটেড চার্জিং প্রযুক্তি দেয়ার গুঞ্জন উঠেছিল। খবর এনগ্যাজেট।
অফিশিয়াল ব্লগপোস্টে গুগল জানায়, তাদের পিক্সেল ৬ ও ৬ প্রোতে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে না। নতুন সিরিজের স্মার্টফোনগুলোর বক্সে কোনো চার্জার দিচ্ছে না গুগল। তবে আলাদাভাবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জার বিক্রি করছে এ মার্কিন প্রযুক্তি জায়ান্ট। যারা স্মার্টফোনটি ক্রয় করবেন তাদের আলাদাভাবে চার্জার ক্রয় করতে হবে।
অন্যদিকে গুগল নিশ্চিত করেছে যে তাদের পিক্সেল ৬-এ ২১ ওয়াট এবং ৬ প্রোতে ২৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ব্লগপোস্টে গুগল আরো জানায়, ব্যাটারি সেল, সিস্টেম ডিজাইন, তাপমাত্রা, সিস্টেমের ব্যবহার ও চার্জিংয়ের অবস্থার পরিপ্রেক্ষিতে চার্জিংয়ের হার পরিমাপ করা হয়ে থাকে।
স্মার্টফোনের ব্যাটারি যখন কমে যাবে তখন পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোনগুলো ২১ থেকে ২৩ ওয়াটের চার্জিং সক্ষমতা ব্যবহার করবে এবং ৩০ মিনিটে ৫০ শতাংশ ব্যাটারি পূরণ করবে। ৩০ মিনিট পর চার্জিংয়ের হার স্বাভাবিকে নেমে আসবে। ৮০ শতাংশ চার্জ শেষে বাকি ২০ শতাংশ চার্জিংয়ের সময় চার্জিং রেট আরো কমে আসবে। মূলত স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াতে চার্জিংয়ে এ পরিবর্তন আনা হয়।