অনেক দিন আগেই ক্লাসিক ফোন বিক্রি বন্ধ করে দিয়েছিল ব্ল্যাকবেরি। তবে এতদিন সব ক্লাসিক ফোনে সাপোর্ট দিত ব্ল্যাবকেরি। তবে আর নয়, এবার সব ক্লাসিক ফোন থেকে সাপোর্ট বন্ধ করল কোম্পানিটি। মোবাইল ফোনের দুনিয়ায় এখন এক জনপ্রিয় নাম আইফোন। কিন্তু কয়েক দশক আগেও স্মার্টফোন মানে মানুষ ব্ল্যাকবেরিকেই বুঝতো। অনেক দিন আগেই সেই সব ফোন বিক্রি বন্ধ হলেও এতদিন সব ক্লাসিক ফোনে সাপোর্ট দিত ব্ল্যাকবেরি। তবে আর নয়, এবার সব ক্লাসিক ফোন থেকে সাপোর্ট বন্ধ করল কোম্পানিটি।
বৃহস্পতিবার ব্ল্যাকবেরির পক্ষে জানানো হয় আর কোন ক্লাসিক ফোনে সাপোর্ট পাওয়া যাবে না। এই ঘোষণার মাধ্যমেই স্মার্টফোন দুনিয়ায় এক যুগের অবসান হল। যে সব ফোনে ব্ল্যাকবেরি ওএস এবং ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম চলে সে সব ফোনে আর কোন সাপোর্ট মিলবে না। এখনও যে সব গ্রাহক এই সব ফোন ব্যবহার চালিয়ে যেতে চান তাঁরা কোন রকম প্যাচ পাবেন না। ফলে মোবাইল নেটওয়ার্ক ও ওয়াইফাই সিগন্যাল রিসেপশন নিশ্চিত করা সম্ভব নয়।
এর ফলে ভয়েস কল, এসএমএস, সেলুলার ডেটা, ইমার্জেন্সি কলে সমস্যার সম্মুখীন হতে পারেন ব্ল্যাকবেরির গ্রাহকরা। তবে যে সব স্মার্টফোন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলছে সেই সব ফোন ব্যবহারে কোন সমস্যা হবে না।
২০২২ সালের ৪ জানুয়ারি ব্ল্যাকবেরি এসএস- এর সাপোর্ট বন্ধ হয়ে যাবে।