২০২১ সালের জানুয়ারির ৩ কোটি ৯৬ লাখ ইউনিটের চেয়ে গত মাসে চীনের স্মার্টফোন বিক্রি কমেছে। গত ডিসেম্বরের ৩ কোটি ২৭ লাখ ইউনিটের চেয়েও বিক্রি কমেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত থিংক ট্যাংকটি
গত জানুয়ারিতে চীনের স্মার্টফোন বিক্রি ১৮ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ইউনিট। চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসের (সিএআইসিটি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৈশ্বিক সেমিকন্ডাক্টর-স্বল্পতার কারণে বিশ্বের বেশির ভাগ হ্যান্ডসেট নির্মাতারই উৎপাদন কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনায় আকস্মিক বিভিন্ন কারখানা বন্ধ থাকার বিষয়টিও এতে প্রভাব ফেলছে।
চিপস্বল্পতার পাশাপাশি বিভিন্ন হার্ডওয়্যার ও যন্ত্রাংশস্বল্পতাও রয়েছে। এতে চাহিদামাফিক স্মার্টফোন সরবরাহে হিমশিম খাচ্ছে কোম্পানিগুলো।
২০২১ সালের চতুর্থ প্রান্তিকে চীনের স্মার্টফোন বিক্রি বছরওয়ারি ১১ শতাংশ কমেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে চীনের বাজারে সর্বোচ্চ বাজার হিস্যা ছিল অ্যাপলের। দেশটিতে বিক্রি হওয়া প্রতি পাঁচটি স্মার্টফোনের একটি ছিল আইফোন। এ প্রান্তিকে ১০০ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে চমক দেখিয়েছে স্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অনর। তৃতীয় প্রান্তিকে শীর্ষ ব্র্যান্ডের অবস্থান হারিয়েছে ভিভো। তৃতীয় প্রান্তিকে ২৩ শতাংশ বাজার হিস্যা থাকলেও চতুর্থ প্রান্তিকে তা ১৬ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।