আইফোন মানেই অনেক টাকার ব্যাপার। কম দামে বাজারে আইফোন ছাড়ার কথা হচ্ছিল অনেকদিন ধরেই। এবার সেই ঘোষণা দিতে যাচ্ছে অ্যাপল। আগামী ৮ মার্চ অনুষ্ঠিতব্য একটি প্রোগ্রাম থেকে নতুন এই আইফোনের ঘোষণা আসতে পারে। পাশাপাশি পরবর্তী প্রজন্মের আইফোন এসই, আইপ্যাড এয়ার এবং নতুন ম্যাক উন্মোচিত হবে বলে জানা গেছে।
ব্লুমবার্গের মতে, অ্যাপল সিলিকনের রূপান্তরের অংশ হিসেবে নতুন এম২ চিপ উন্মোচিত হতে পারে ওই অনুষ্ঠানে।
২০২০ সালে সবশেষ আইফোন এসই উন্মোচিত হয়েছিল। এরপর দীর্ঘদিন আপডেটেড মডেল বাজারে আসেনি। প্রায় ৪০০ ডলারের সবশেষ এসই মডেলের আইফোনে ডিসপ্লের নিচে হোম বাটন ছিলো। এছাড়া এর পেছনে একটি ক্যামেরা রয়েছে, যা দেখলে পাঁচ বছর আগের ফোনের কথা মনে হবে।
চলতি বছর আইফোন এসইতে ফেইস আইডি ও ফাইভজি সমর্থন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ডিজাইনটা ২০১৮ সালের আইফোন এক্সআর এর মতোই হতে পারে।