ইউরোপের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে মটোরোলা। ৩ মার্চ মটো জি২২ নামে এটি উন্মুক্ত করা হয়। এতে মিডিয়াটেকের প্রসেসর, পাওয়ার ভিআরের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) দেয়া হয়েছে। এই ফোনটি বাজেট সেগমেন্টে এসেছে। এই ফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
মটোরোলা মটো জি২২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ম্যাক্স ভিশন পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং নীচের দিকে কিছুটা পুরু বেজেল দেখা যাবে। আবার মোটোরলা মোটো জি২২ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। ফোনটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য মটোরোলা মটো জি২২ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল কোয়াড পিক্সেল টেকনোলজি সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (১২.৫ মেগাপিক্সেল ইমেজ ডেলিভারি করবে, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য মটোরোলা মটো জি২২ ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা একদিনের বেশি ব্যাকআপ দেবে বলে কোম্পানির দাবি। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম রান করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।