ইউক্রেইনের কম্পিউটারে নতুন ‘ওয়াইপার’ ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটির কম্পিউটার সিস্টেমে আবিষ্কৃত এ ধরনের তৃতীয় ম্যালওয়্যার এটি।
ম্যালওয়্যারটিকে ‘ক্যাডিওয়াইপার’ নামে ডাকছে এর আবিষ্কারক স্লোভাকিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ইসেট (ESET)’। সোমবার নতুন ম্যালওয়্যারটি নিয়ে বিস্তারিত জানিয়েছে তারা।
ইসেট গবেষকরা বলছেন, সংক্রমিত কম্পিউটারে সঙ্গে সংযুক্ত সকল ডিভাইস থেকে ব্যবহারকারীর ডেটা এবং পার্টিশন সংশ্লিষ্ট তথ্য মুছে দেয় ‘ক্যাডিওয়াইপার’।
টুইটারে ম্যালওয়্যারটির নমুনা কোড পোস্ট করেছে ইসেট। নমুন কোড বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, কম্পিউটার ফাইলের কোড ‘নাল বাইট ক্যারেক্টার’ দিয়ে প্রতিস্থাপন করে দেয় ম্যালওয়্যারটি। ফলে ফাইলগুলো পুনরুদ্ধারের কোনো সুযোগ থাকে না।
এ প্রসঙ্গে ইসেট-এর সাইবার হুমকি গবেষণা বিভাগের প্রধান জঁ-ইয়ান বুত্তো ভার্জকে বলেন “আমরা এটা জানি যে, ওয়াইপারটি কাজ করলে এটি কার্যত পুরো কম্পিউটার সিস্টেমকেই ব্যবহারের অনুপযোগী করে ফেলবে।”
“তবে, বর্তমান পরিস্থিতিতে ম্যালওয়্যারটির সার্বিক প্রভাব এখনো পরিষ্কার নয়,” যোগ করেন তিনি।
এখন পর্যন্ত অল্প সংখ্যক কম্পিউটার ম্যালওয়্যারটির সংক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছেন বুত্তো। ইউক্রেইনের একটি প্রতিষ্ঠান ক্যাডিওয়াইপারের ভুক্তভোগী হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
এর আগে ইউক্রেইনকে টার্গেট করেছে– ওয়াইপার ম্যালওয়্যারের এমন আরো দুটি সংষ্করণ আবিস্কার করেছিলেন ইসেটের গবেষকরা।