রাশিয়ায় সব ধরনের পণ্য রফতানি বন্ধ ঘোষণা করেছে এলজি। এর মাধ্যমে অ্যাপল, স্যামসাং ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টের তালিকায় শামিল হলো দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। খবর এনগ্যাজেট। এক বিবৃতিতে এলজি জানায়, রাশিয়ায় তারা সব ধরনের পণ্যের চালান প্রত্যাহার করছে। তবে কতদিন নাগাদ এ স্থগিতাদেশ বহাল থাকবে এটি নিশ্চিত করেনি তারা।
এলজি বলছে, চলমান পরিস্থিতি গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এলজি কেন এত দেরি করল এটা স্পষ্ট নয়। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, অ্যাপল, মাইক্রোসফট ও স্যামসাং যখন রাশিয়ায় রফতানি ও বিক্রি বন্ধ করেছে তখন এলজি কার্যক্রম চালিয়ে গেলে তা দেখতে খারাপ দেখায়।
এলজির পণ্য রফতানি বন্ধ রাশিয়ার জন্য ক্ষতিকর ঠেকবে। স্মার্টফোন খাত ছেড়ে দিলেও ইলেকট্রনিকস খাতে শক্তিশালী অবস্থান রয়েছে এলজির। এলজির টিভি, এসি ও রেফ্রিজারেটরের মতো ইলেকট্রনিকস পণ্যে বড় আকারে নির্ভরশীল রুশ ক্রেতারা। স্যামসাং ও এলজির বিক্রি বন্ধের ফলে বেশ বিপাকে পড়বেন তারা।