পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয় ফ্রি ইন্টারনেট সেবার আওতায় আনা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই উদ্যোগ বাস্তবায়ন করছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। সোমবার (২১ মার্চ) রাতে ঢাকার একটি হোটেলে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে ফ্রি ইন্টারনেট সেবার কার্যক্রম উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এসময় তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়সমূহে ইন্টারনেট সেবা শিক্ষা সেক্টরে এক নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই ও অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি হবে।
ইন্টারনেট সেবার মাধ্যমে ব্লেন্ডেড এডুকেশন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইত্যাদি কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে উল্লখ করেন প্রতিমন্ত্রী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গ্রামীণফোনের এর সিইও ইয়াছির আজমান ও সিবিও মো. নাসার ইউসুফ, অধিদপ্তরের পরিচালক বদিয়ার রহমান প্রমুখ।