আশানুরূপ সাফল্য পাইনি গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি । ২০১৭-১৮ সালে পূর্ণতা পাওয়ার আশা করা হলেও তা পাইনি বলে জানান বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ ।
শুক্রবার দুপুরে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি-তে ডেটাসফট বিল্ডিংয়ের নিচ তলায় অস্থায়ী হিকভিশন সিকিউরিটি ক্যামেরা অ্যসেম্বিলি প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।
তিনি বলেন, ২০১৭-১৮ সালে পূর্ণতা পাওয়ার আশা করা হলেও তা ২০২২ সালে হয়নি । হাইটেক সিটিতে আশানুরূপ বিনিয়োগ না হওয়াকে নিজেদের ব্যবস্থানা ঠিক না থাকাকে দায়ী করেন তিনি ।
তিনি বলেন, খুব শিগ্রই বিদেশি আয়ের সব থেকে বড় উৎস হবে দেশের আইসিটি খাত। কোভিড আমাদের কিছুটা পিছিয়ে দিলেও আমরা এখন খুব দ্রুত গতিতে এগিয়ে চলছি। প্রতিটি দিন, ঘন্টা কাউন্ট করা হচ্ছে।
হাইটেকপার্ক অথরিটি জানায়, এখানে ৭৯টি দেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে ১২০.৭৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
বঙ্গবন্ধু হাইটেক সিটির তথ্য অনুযায়ী, বাংলাদেশ হাইটেক পার্কে দেশি-বিদেশি ৪০টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান তাদের অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান দ্রুতই অবকাঠামো নির্মাণের কাজ শুরু করবে বলে জানিয়েছে।
কালিয়াকৈর হাইটেক পার্কের বর্তমান নাম বঙ্গবন্ধু হাইটেক সিটি। প্রাথমিকভাবে এ পার্কের জন্য ২৩২ একর জমি বরাদ্দ ছিল। পরবর্তীতে সরকার আরও ৯৭ একর জমি বরাদ্দ দেওয়ায় বর্তমানে জমির পরিমাণ ৩৫৫ একর।
৩৫৫ একরের বিশাল এ জমিতে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছে। তাদের মধ্যে বাংলাট্রনিক্স টেকনোলজি লিমিটেড, কেমান ইন্দো বাংলা ক্যাবল প্রাইভেট লিমিটেড, সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ, লেভেল ৩ ক্যারিয়ার লিমিটেড, ডাটা সফট সিস্টেম লিমিটেড, বিজনেস অটোমেশন লিমিটেড, ডেল্টা ইনস্টিটিউট লিমিটেড, রেডডট ডিজিটাল লিমিটেড, ভাইব্রেন্ট সফটওয়্যার লিমিটেড, কোয়ার্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, সার্ব রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড, বন্ডেস্টাইন টেকনোলজি লিমিটেড, ফেলিসিটি আইডিসি লিমিটেড ও লিও আইসিটি কেবলস লিমিটেড উৎপাদন কার্যক্রম শুরু করেছে।
হাইটেকপার্ক অথরিটির তথ্যমতে, ইতোমধ্যে এই সিটিতে ৪৬০ জনের কর্মসংস্থান হয়েছে। ২০২৫ সালের মধ্যে বিনিয়োগের পরিমাণ হবে ১২৬৪.৮৪ মিলিয়ন মার্কিন ডলার। ৪১ হাজার ২৬৯ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এখানে।