বর্তমান সময়ে বাজারে বিভিন্ন রেঞ্জের অর্থাৎ বিভিন্ন দামের স্মার্টফোন উপলব্ধ। দাম অনুযায়ী ফোনের ফিচার বা পারফরম্যান্সও ভিন্ন। তবে এই মুহূর্তে আপনি যদি কোনো কম বাজেটের স্মার্টফোনের সন্ধানে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য।
আসলে আজ আমরা এমনই একটি কম বাজেটের মানে সস্তা স্মার্টফোনের কথা বলতে যাচ্ছি যাতে দুর্দান্ত স্পেসিফিকেশন পাওয়া যাবে। এই হ্যান্ডসেটটি হল অপো কে১০। হ্যাঁ! এমনিতে অপো ক্যামেরা ফোন তৈরির জন্য পরিচিত, কিন্তু এখন সংস্থাটি দারুণ সব স্পেসিফিকেশনসহ সস্তা ফোনও লঞ্চ করছে। সেরকমই একটি মডেল হল এই অপো কে১০।
অপো কে১০ ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। অ্যানড্রয়েড ১১ এবং কালার ওএস ১১.১- এর সাহায্যে পরিচালিত হবে অপো কে১০ ফোন। ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে অপো কে১০ ফোনে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
অপো কে১০ ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়ানোর ফিচার অর্থাৎ ডায়নামিক র্যাম এক্সপ্যানশন ফিচারের সাপোর্ট রয়েছে অপো কে১০ ফোনে।
অপো কে১০ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের bokeh ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কম আলোয় ছবি তোলার জন্য এই ফোনে একটি নাইটস্ক্যাপ মোড রয়েছে।
অপো কে১০ ফোনের ইনবিল্ট স্টোরেজ ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। স্টিরিয়ো স্পিকার রয়েছে এই ফোনে।
অপো কে১০ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের সুপার VOOC চার্জিং ফিচার রয়েছে। তার সঙ্গে রয়েছে টাইপ- সি ইউএসবি পোর্ট।