তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে যে হারে শিক্ষিতের হার বাড়ছে সে হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। তাই বেকারত্বের অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্ত করতে সাড়া বাংলাদেশের ৬৪টি জেলায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার চালু করা হচ্ছে।
মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ৮৫ কোটি টাকা ব্যয়ে শেখকামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর প্রায় ২০ লাখ ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য ঘুরছে।তিনি আরো বলেন, যেখানে শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি ও গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ৬ মাস বা ১ বছরের ট্রেনিং গ্রহণ করে নিজেরাই দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং বা অন্য কোনো কাজ করে নিজেরাও আত্মনির্ভরশীল স্বাবলম্বী ও উদ্যোক্তা হতে পারবে।
তিনি বলেন, দেশ আজ উন্নয়নের চালিকা শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের কাতারে নিজেদের অবস্থান করে নিতে সক্ষম হয়েছ। শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার উদ্বোধন ছাড়াও বিভিন্ন বৃক্ষের চারা রোপণ করেন এ সময়। আইটি ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার)-সহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।