টেসলা ইনকরপোরেশনের প্রত্যেক কর্মীকে বাসা থেকে অফিসে ফিরে কাজ করতে বলেছেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তা না হলে তাঁদের চাকরি ছেড়ে দিতে বলেছেন তিনি।
ইলন মাস্ক গত মঙ্গলবার টেসলার সব কর্মীর কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন। এই ই-মেইলেই তিনি তাঁর প্রতিষ্ঠানের সব কর্মীকে অফিসে ফিরে কাজ করার কথা বলেছেন।
অফিসে থেকে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আগে টেসলার নির্বাহী কর্মকর্তাদের বার্তা দিয়েছিলেন ইলন মাস্ক। সেই বার্তার ব্যাখ্যাও মঙ্গলবারের ই-মেইলে দিয়েছেন তিনি।
‘একদম স্পষ্ট করা’ শিরোনামের ই-মেইলে ইলন মাস্ক লিখেছেন, ‘টেসলায় যাঁরা কাজ করেন, তাঁদের প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা অফিসে থাকতে হবে।’
ইলন মাস্ক আরও লিখেছেন, ‘অফিস অবশ্যই এমন হতে হবে, যেখানে আপনার সহকর্মীরা শারীরিকভাবে উপস্থিত আছেন। কোনো দূরবর্তী মেকি অফিস নয়। কোনো কর্মী শারীরিকভাবে অফিসে না থাকলে ধরে নেওয়া হবে যে তিনি পদত্যাগ করেছেন।’