২৫ জন কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাকে এক বছরের জন্য মেন্টরশিপ, আর্থিক এবং অন্যান্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে স্ন্যাপচ্যাট। অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে উদীয়মান কনটেন্ট নির্মাতাদের সহায়তায় একই ধরনের উদ্যোগের পরপরই ‘৫২৩ প্রোগ্রাম’ নামে পরিচিত এই প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।
স্ন্যাপচ্যাট প্রকল্পটির ঘোষণা ২৩ জুন দিয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
“কৃষ্ণাঙ্গ নির্মাতারা এই শিল্পে অনেক ধরনের বাধার মুখে পড়েন, এর মধ্যে ক্ষতিপূরণে বৈষম্য এবং নেতিবাচক অভিজ্ঞতা সহ আরও অনেক সমস্যা আছে।”–বলছে স্ন্যাপ।
“আমাদের ধারণা, এসব বাঁধা প্রতিরোধে আমরা যেভাবে সাহায্য করতে পারি, তা হচ্ছে উদীয়মান কৃষ্ণাঙ্গ নির্মাতাদের পেশাদার ক্যারিয়ারের প্রথম ধাপে মেন্টরশিপ এবং আর্থিক সহায়তা প্রদান।”
স্ন্যাপ আরও জানিয়েছে, বাছাই করা আবেদনকারীদের মাসিক উপবৃত্তি ও পরামর্শ দানের পাশাপাশি নিজস্ব পণ্যের আপডেটে প্রাথমিক প্রবেশাধিকারের সুযোগ দেবে এসব সহায়তা।