বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে কক্সবাজারের লং বিচ হোটেলে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনেট অপারেশনাল টেকনোলজিবিষয়ক বিডিনগের একাদশ সম্মেলন ও কর্মশালা। গত ২৭ জুন শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ আয়োজন শেষ হয় ১ জুলাই।
১ জুলাই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন।
বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুত এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভুঁঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের প্রশিক্ষণ ও সম্মেলনের মাধ্যমে আমাদের দেশের ইন্টারনেট প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বাড়ছে। অংশগ্রহনকারীরা প্রযুক্তির সর্বশেষ আপডেট বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আমাদের দেশের ইন্টারনেট নেটওয়ার্ক নিরাপদ রাখার পাশাপাশি ত্রুটিমুক্ত রাখতে কাজ করছে। তিনি এ ধরনের প্রশিক্ষণ সারাদেশে আরও বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজনে কোন ধরনের সহযোগিতা লাগলে বিটিআরসি’র পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করার চেষ্টা করা হবে। বর্তমান অর্থ বছরের বাজেটে ইন্টারনেট সংক্রান্ত কিছু পণ্যে শুল্কহার পরিবর্তনের ফলে সারাদেশে সদ্য চালুকৃত ‘এক দেশ এক রেট, সেবায় নেতিবাচক প্রভাব সংক্রান্ত বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন আইএসপিএবি কে সাথে নিয়ে আমরা এ বিষয়ে শীঘ্রই ইতিবাচক পদক্ষেপ নিতে সক্ষম হবো বলে আশা করছি।
উল্লেখ্য, বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইন্টারনেট প্রকৌশলীদের জন্য সেগমেন্ট রাউটিং এবং সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।