এবার থেকে ভারতে গুগল পে ব্যবহার করে সোনা কেনা-বেচা করা যাবে। ভারতে এমএমটিসি-পিএএমপি এর সাথে হাত মিলিয়ে এই পরিষেবা নিয়ে এসেছে গুগল এর পেমেন্ট সার্ভিস। বিশ্বব্যাপী মেটাল ও মাইনিং পরিষেবা দেওয়ার জন্য বিখ্যাত এমএমটিসি-পিএএমপি ইন্ডিয়া।
এক বিবৃতিতে জানানো হয়েছে, গুগল পে ব্যবহার করে ভারতে ৯৯.৯৯ শতাংশ ২৪ ক্যারাট সোনা কেনা যাবে।
এর ফলে গুগল পে গ্রতাহকরা যে কোন মূল্যের সোনা কিনতে পারবেন। গ্রাহকের হবে এই সোনা ভল্টে রেখে দেবে এমএমটিসি-পিএএমপি। যে কোন সময় বাজারের দামে সোনা কিনতে ও বেচতে পারবেন গ্রাহকরা। গুগল অ্যাপ এ কয়েক সেকেন্ড অন্তর সোনার দাম পরিবর্তন হবে।
“ভারতীয় সংস্কৃতির ভিতরে গেঁথে রয়েছে সোনা। গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার বাজার ভারত। সেই কথা মাথায় রেখে কোটি কোটি ভারতবাসীর কাছে সোনা কেনা-বেচার সুযোগ করে দিল গুগল পে।” জানিয়েছেন ভারতে গুগল পে প্রোডাক্ট ম্যানেজার অম্বারিশ কেনঘে।
যে সব ভারতবাসী নিয়মিত সোনা কেনেন তাদের জন্য আরও সুবিধা হবে। বিশেষ করে অক্ষয় তৃতীয়া, দীপাবলি, ধনতেরাসের সময় গুগল পে ব্যবহার করেই সোনা কেনা যাবে।
কয়েক দিন আগেই দিল্লি হাই কোর্টে গুগল পে এর বিরুদ্ধে ভারতে বেআইনি ভাবে ব্যবসা করার অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক ও গুগল পে এর কাছে এই বিষয়ে উত্তর চেয়ে পাঠিয়েছে আদালত। তার কয়েক দিন পরেই ভারতে সোনা কেনা-বেচার পরিষেবা নিয়ে হাজির হল গুগল পে।