গাড়ির বীমা নবায়ন বা মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে প্রতিদিন কয়েক লাখের বেশিবার রোবোটিক ফোনকল দেয়া হয়। সম্প্রতি দেশটির ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) এ ধরনের কল বন্ধে দেশটির টেলিকম পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে।
তদারকি সংস্থা এফসিসি একদল ব্যক্তির বিরুদ্ধে কড়া নির্দেশনা দিয়েছে। দলটি ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ৮০০ কোটির বেশি স্প্যাম মেসেজ পাঠিয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, নির্দেশের মাধ্যমে এফসিসি ভয়েস কল পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট ১৩ জন ব্যক্তি ও ছয়টি কোম্পানির কল ফরওয়ার্ড বন্ধ করতে বলেছে। এসব কোম্পানির অধিকাংশই ক্যালিফোর্নিয়া ও টেক্সাসভিত্তিক। মূলত রেকর্ড করা একটি মেসেজের মাধ্যমে এসব স্প্যামকল দেয়া হয় বলে সতর্ক করেছে এফসিসি।
মেসেজে বলা হয়, আপনার গাড়ির বর্ধিত ওয়ারেন্টির বিষয়ে আমরা যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি। গত দুই বছরে গ্রাহকরা এফসিসির কাছে এ ধরনের ফোনকলের বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ জানিয়ে এসেছে।
স্কিমের অংশ হিসেবে গ্রুপটি ২০২০ সালের শরৎ ও শীতে ২০০টি এরিয়া কোড থেকে পাঁচ লাখের বেশি ফোন নাম্বার সংগ্রহ করেছে বলে জানিয়েছে এফসিসি। এরপর সেগুলো এমনভাবে ব্যবহার করেছে যাতে মনে হয় ব্যবহারকারীদের কাছে যে রোবোকল গিয়েছে সেগুলো স্থানীয় নাম্বার থেকে করা হয়েছে।