চার বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে অবনমন দেখা গিয়েছে। মূলত বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য উৎপাদনকারীদের গৃহীত পদক্ষেপের কারণে এ অবনমনের ঘটনা ঘটেছে। খবর ব্লুমবার্গ।
আগের বছরের তুলনায় আগস্টে দেশটির সেমিকন্ডাক্টর উৎপাদন ১ দশমিক ৭ শতাংশ কমেছে।
যেখানে জুলাই মাসে ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। সম্প্রতি স্ট্যাটিস্টিকস কোরিয়া প্রকাশিত তথ্যে এটি জানা গিয়েছে। ২০১৮ সালের জানুয়ারি মাসের পর প্রথমবারের মতো চিপ উৎপাদনে অবনমনের বিষয়টি চিপ ইনভেন্টরি ৬৭ দশমিক ৩ শতাংশ বেড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত। যার মাধ্যমে উৎপাদনকারীরা আন্তর্জাতিক পর্যায়ে চাহিদার অবনমনের সঙ্গে সামঞ্জস্য করার চেষ্টা করছেন।
দেশটির পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী, আগস্টে টানা দ্বিতীয় মাসের মতো কারখানার উৎপাদন ও বাজারজাত ২০ দশমিক ৪ শতাংশ কমেছে। এ বিষয়গুলো বৈশ্বিক অর্থনীতিতে অবনমনের বিষয়টিকে নির্দেশ করছে। যার মধ্যে বৈদ্যুতিক পণ্যের চাহিদা কমে যাওয়ার বিষয়টি অন্যতম। যেটি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে চলতি প্রান্তিকে চিপ উৎপাদনে দুর্বল পূর্বাভাস দিয়েছে মাইক্রন টেকনোলজি। প্রতিষ্ঠানটি জানায়, বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার প্রভাব মোকাবেলায় কাজ করছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে উৎপাদনও কমানো হচ্ছে। চলতি মাসের শুরুতে কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকসও বছরের দ্বিতীয়ার্ধের জন্য দুর্বল বাজারের পূর্বাভাস দিয়েছিল। আইসি এনসাইটের তথ্যানুযায়ী, স্যামসাংয়ের আয়ে অন্যতম প্রভাবক হিসেবে ডায়নামিক র্যান্ডম অ্যাকসেস মেমোরি গুরুত্বপূর্ণ ছিল।