‘ইসেট’ ক্রেতাদের কথা চিন্তা করে বিশ্বকাপ মৌসুমকে সামনে রেখে বিশ্বসেরা ইন্টারনেট সিকিউরিটি ইসেট নিয়ে এলো ফুটবল বিশ্বকাপ উপলক্ষে একটি আকর্ষণীয় অফার।
ডেস্কটপ অথবা ল্যাপটপ এর সুরক্ষায় একটি আস্থার নাম, ‘ইসেট ইন্টারনেট সিকিউরিটি’ । তাই কোন ক্রেতা ডেস্কটপ অথবা ল্যাপটপ এর সুরক্ষায় ইসেট ইন্টারনেট সিকিউরিটি কিনলেই পেয়ে যাবেন আর্জেন্টিনা অথবা ব্রাজিল এর আকর্ষণীয় একটি জার্সি। ক্রেতা নিজের ইচ্ছেমত যেকোন একটি দলের জার্সি পেয়ে যাবে ইন্টারনেট সিকিউরিটি ইসেট ক্রয় করার সময়।
‘ইসেট’ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের প্রথম আইএসও সনদ প্রাপ্ত প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. সর্বদাই চেষ্টা করে ভাল পন্যটি ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার।
ইসেট ইন্টারনেট সিকিউরিটি মূলত দেশীয় বাজারে বেশ গ্রহণযোগ্য কারন সুলভ মুল্যে ভাল সার্ভিস এর যেই অনুপাত তা সব স্তরের ক্রেতাকে আকর্ষণ করে থাকে।
‘ইসেট’ বিশ্ব পরিচিত ইন্টারনেট সিকিউরিটি ব্র্যান্ড, তাদের সার্ভিস এবং প্রডাক্ট সাধারণত ক্রেতাদের কাছে অধিক গ্রহনযোগ্য।
ক্রেতারা ইসেট এর ইন্টারনেট সিকিউরিটির সাথে ফ্রি জার্সির এই অফারের সুযোগটি উপভোগ করতে পারবে ৬ই অক্টোবর ২০২২ ইং থেকে পরবর্তী স্টক থাকা পর্যন্ত।