তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ৫ম বারের মতো আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে মেড ইন বাংলাদেশ থেকে আইসিটি পণ্য রপ্তানিকারক দেশে হিসেবে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন দিগন্ত উন্মোচন করতে চায় সরকার। বুধবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর এক হোটেলে ৩০টিরও বেশি রাষ্ট্রদূতের সামনে তুলে ধরা হয় এই আয়োজনের বিস্তারিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমরা আশা করি প্রযুক্তি খাতে আমাদের সক্ষমতা এবং ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে এ আয়োজন আমাদের ধারণা দেবে। আমাদের ছেলে-মেয়েরা প্রমাণ দিয়েছে, তারা কতটা দক্ষ। আজ যে বাংলাদেশ আপনারা দেখছেন, সেটা আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফল। আপনারা যদি কোনো স্বপ্ন দেখেন, আমরা সেটি বাস্তবায়ন করতে পারি; শুধু কাগজে কলমে না বরং বাস্তবেও।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২ আয়োজনের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা তুলে ধরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এর মাধ্যমে ৩০ লাখ নতুন কর্ম সংস্থান গড়ে তোলা হবে। এবারের আয়োজনে স্কুল পর্যায়ের উদ্ভাবকেরা তাদের উদ্ভাবনী সল্যুশন প্রদর্শন করবে বিশ্ববাসীর সামনে। থাকবে রোবটিক জোন, ই-গভ জোন, বিপিও ও ই-কমার্স জোনসহ আরও অনেক আয়োজন। বৈশ্বিক অংশীদারদের অংশীদারিত্বের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গঠনে স্মার্ট ট্রেড, ইনোভেশন, স্মার্ট অর্থনীতি গড়ে তুলে স্মার্ট সোসাইটির অংশ হবে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন ও আইসিটি বিভাগের জ্যৈষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত জেরোমি ব্রুআ, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্ক ফন লিন্ডে, কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও ইউরোপিয় ইউনিয়নের দূত চার্লস হুইট।