যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বেশকিছু সিদ্ধান্তকে বেখেয়ালি মনে হলেও তা শাপেবর হয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর উৎপাদনের বিষয়টি অন্যতম। ফলে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) অ্যারিজোনার ফিনিক্সে উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে। বর্তমান অ্যাপল ও টিএসএমসি যুক্তরাষ্ট্রে ৩ ন্যানোমিটারের চিপ উৎপাদনে আলোচনা করছে। খবর গিজচায়না।
কম প্রসেস নোডগুলোয় বেশি ট্রানজিস্টর ব্যবহার করা যায়, যা প্রসেসরের সক্ষমতা বাড়াতে সহায়তা করে। এর আগে শুধু স্যামসাং ও টিএসএমসি চিপ উৎপাদন খাতে নতুন প্রযুক্তির জন্য বিনিয়োগ করে আসছিল। কিন্তু স্যামসাংয়ের ৪ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি চিপ বেশি গরম হয়ে যেত, যে কারণে যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠান ৪ ন্যানোমিটার নোড ব্যবহার করত তারা তাত্ক্ষণিকভাবে টিএসএমসিতে স্থানান্তরিত হয়।
স্যামসাং এ নোড পরিবর্তন করে ৩ ন্যানোমিটার নিয়ে কাজ শুরু করে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি শিগগিরই ৩ ন্যানোমিটারের চিপ বাজারজাত করবে। অন্যদিকে আগামী বছর আইফোন ১৫ প্রো ও ১৫ আল্ট্রার জন্য ৩ ন্যানোমিটারের বায়োনিক এ১৭ চিপ উৎপাদন শুরু করবে টিএসএমসি। এর আগে আইফোন ১১-তে এ১৩ বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছিল। এর পরের ভার্সনে টিএসএমসির ৭ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি চিপ ব্যবহার করা হয়েছিল।