অ্যাপলের ২০২২ সালের ‘অ্যাপ স্টোর অ্যাওয়ার্ড’-এ আইফোনের জন্য বছরের সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে জনপ্রিয় ফরাসি সামাজিক প্ল্যাটফর্ম বিরিয়েল। এ ছাড়া, আইপ্যাডের জন্য বছরের সেরা অ্যাপের খেতাব পেয়েছে ‘নোট তৈরির’ অ্যাপ ‘গুডনোটস ৫’।
মঙ্গলবার অ্যাপলের ডেভেলপার্স সাইটে এই বছরের সেরা অ্যাপগুলোকে বিভিন্ন খেতাবে ভূষিত করার পাশাপাশি বিনামূল্যের ও পেইড ক্যাটেগরিতে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ ও গেইমের তালিকাও প্রকাশ করেছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।
এইসব পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ, ম্যাক ও অ্যাপল টিভি’সহ কোম্পানির সকল প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন অ্যাপ।
ম্যাক ডিভাইসের জন্য বছরের সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘সিনিয়াম সফটওয়্যার জিএমবিএইচে’র তৈরি ‘ফ্যামিলি ট্রি’ অনুসন্ধান বিষয়ক অ্যাপ ‘ম্যাকফ্যামিলি ট্রি ১০’।
স্প্যানিশ ভাষায় বিভিন্ন গল্প তুলে ধরার জন্য অ্যাপল টিভি’র সেরা অ্যাপের খেতাব পেয়েছে মেক্সিকান-আমেরিকান কোম্পানি টেলিভিসাইউনিভিশন ইন্টার্যাক্টিভের ভিডিও স্ট্রিমিং সেবা।
অ্যাপল ওয়াচের জন্য বাজারের সেরা অ্যাপের পুরস্কার পেয়েছে স্লোভেনিয়া ভিত্তিক কোম্পানি জেন্টলার স্টোরিজের ‘এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস ট্র্যাকার’ অ্যাপ ‘জেন্টলার স্ট্রিক’।
সেরা আইফোন গেইমের পুরস্কার জিতেছে ইলেকট্রনিক আর্টসের ‘অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল’। আর সেরা আইপ্যাড গেইম টাইটেলের খেতাব পেয়েছে গেইম নির্মাতা ‘এক্স.ডি. নেটওয়ার্কের’ গেইম ‘মনকেইজ’।
গেইমিং বিভাগের অন্যান্য বিজয়ীর তালিকায় আছে, ম্যাকের জন্য ভিডিও গেইম নির্মাতা ডিভলভার ডিজিটালের ‘ইনস্ক্রিপশন’ ও অ্যাপল আর্কেডের জন্য স্টুডিও ড্রাইডকের গেইম ‘ওয়াইল্ড ফ্লাওয়ার্স’। এ ছাড়া, সেরা চীনা গেইমিং অ্যাপের খেতাব পেয়েছে ‘শেনজেন টেনসেন্ট টেকনোলজি’র অনলাইন গেইম ‘লিগ অফ লিজেন্ডস ইস্পোর্টস ম্যানেজার’।
সামাজিক মাধ্যম হিসেবে এই বছরের ‘সেরা চমক’ ছিল বিরিয়েল। এমনকি তাদের ফিচার ‘নকল করতে’ বাধ্য হয়েছে টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক জায়ান্টরাও।
ফ্রান্স-ভিত্তিক এই কোম্পানির আত্মপ্রকাশ ঘটে ২০২০ সালে। তবে, দিনের যে কোনো সময় সামনের ও পেছনের ক্যামেরায় দুই মিনিটের মধ্যেই ছবি পোস্টের ‘অ্যালার্ট’ সুবিধা চালু করায় এই বছর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, একটি সামাজিক যোগাযোগের অ্যাপ যে এই বছরের সেরা অ্যাপের মুকুট জিতেছে, সেটি অবাক করার মতো বিষয়। কারণ, গত দুই বছরে এই পুরস্কার পেয়েছে যথাক্রমে শিশুদের অ্যাপ ‘টোকা লাইফ ওয়ার্ল্ড’ ও শারীরিক অনুশীলনের অ্যাপ ‘ওয়েকআউট!’।
এ খেতাবের ব্লগ পোস্টে, বিরিয়েলকে ‘ব্যবহারকারীর পরিবার ও বন্ধুর জীবনের মূল চেহারা তুলে ধরার’ অ্যাপ হিসেবে ব্যাখ্যা করেছে অ্যাপল।
“নতুন, চিন্তাশীল ও প্রকৃত দৃষ্টিভঙ্গি সরবরাহকারী অ্যাপের মাধ্যমে আমাদের অভিজ্ঞতাকে নতুন করে কল্পনা করেছেন এই বছরের অ্যাপ স্টোর পুরষ্কার বিজয়ীরা।” –এক বিবৃতিতে বলেন অ্যাপল প্রধান টিম কুক।
“স্ব-শিক্ষিত একক ক্রিয়েটর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন আন্তর্জাতিক দল পর্যন্ত, সকল উদ্যোক্তাই একটি অর্থপূর্ণ প্রভাব ফেলছেন। আর আমাদের কমিউনিটি ও জীবনে প্রভাব ফেলার বিভিন্ন উপায় উপস্থাপন করে এইসব অ্যাপ ও গেইম।”
গত বছরের আয়োজনে আলাদা একটি বিভাগ রেখেছিল অ্যাপল, যা ‘অ্যাপস দ্যাট ব্রট আস টুগেদার’ নামে পরিচিত। ওই বিষয়টি বিবেচনায় রেখে এই বছর ‘কালচারাল ইমপ্যাক্ট’ নামে আরেকটি বিভাগের আত্মপ্রকাশ করে কোম্পানিটি। এতে তারা এমন কিছু অ্যাপকে বেছে নিয়েছে, যেগুলো ‘মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাবের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিতেও প্রভাব ফেলেছে’।
এই তালিকায় আছে অলাভজনক সংস্থা ‘হাও উই ফিল প্রজেক্ট’-এর নিজস্ব অ্যাপ, যেখানে লগ ইন করে বিভিন্ন ‘অনুভূতির চেক-ইন’ দেওয়া যায়। এর উদাহরণ হিসেবে ধরা যায়, ‘রিল্যাক্সড’, ‘ফ্যাটিগড’, ‘চিল’, ‘কমফোর্টেবল’, ‘মেলো’ ইত্যাদি।
‘রাইজ-হোম স্টোরিজ প্রজেক্ট’-এর নিজস্ব অ্যাপে ফুটে ওঠে পদ্ধতিগত গৃহ নিপীড়ণের গল্প ও বিভিন্ন বর্ণের মানুষের ওপর এর প্রভাবের বিষয়গুলো। আর একটি হোম স্ক্রিন উইজেটে বন্ধু ও পরিবারের মধ্যে সরাসরি ফটো শেয়ারিংয়ের সুবিধা দেয় ‘লকেট ল্যাবস’-এর তৈরি ‘লকেট উইজেট’ অ্যাপ।
টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নিজেদের আর্থিক আয়ে প্রভাবের পাশাপাশি বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে লড়াইয়ের কারণে ২০২২ সাল বেশ চ্যালেঞ্জিং ছিল অ্যাপ স্টোরের জন্য। দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডস’সহ বিভিন্ন দেশের অ্যাপ নির্মাতার অ্যাপ কেনায় থার্ড-পার্টি সিস্টেম ব্যবহারের অনুমোদন দিতে বাধ্য হয় তারা।
বিভিন্ন অ্যাপস্টোরের একচেটিয়া অ্যাপ সরবরাহ ব্যবস্থার ‘লাগাম টেনে ধরার’ বিভিন্ন উপায় খুঁজছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ, যা অ্যাপ স্টোরের অ্যাপ সরবরাহ ও আর্থিক ফি দেওয়ার কয়েকটি নিয়ম শিথিলে বাধ্য করতে পারে অ্যাপলকে।
মার্চে, বিভিন্ন ‘রিডার্স অ্যাপের’ অনুমোদন দেয় অ্যাপল। নিজস্ব অ্যাকাউন্ট তৈরি ও পর্যবেক্ষণের উদ্দেশ্যে বাইরের লিংক যোগ করতে, ব্যবহারকারীকে বিভিন্ন সঙ্গীত, বই ও ভিডিও’র মতো ডিজিটাল কনটেন্টে প্রবেশাধিকার দেয় এইসব অ্যাপ।
জুনে, বিভিন্ন বাইনারি কনটেন্টভিত্তিক, এইচটিএমএল৫ ব্যবহার করা এবং লটারি ও আর্থিক অনুদান সম্পর্কিত অ্যাপের জন্য নিজেদের কয়েকটি শর্ত শিথিল করে কোম্পানিটি।
অক্টোবরে, বিভিন্ন অ্যাপের মধ্যে এনএফটি কার্যক্রম চালানোর ব্যবস্থা বন্ধ করে দেয় কোম্পানিটি, যা নতুন ফিচার আনলক করতে ডিজিটাল সংগ্রহ ব্যবহারের সুযোগ সীমিত করে ফেলে বিভিন্ন অ্যাপ নির্মাতার জন্য।
এনএফটি কেনার ব্যবস্থায় নিজস্ব অ্যাপ কেনার পদ্ধতি ব্যবহারের নিয়ম বাধ্যতামূলক করার পাশাপাশি কমিশন নেওয়ার একটি ব্যবস্থাও চালু করেছে অ্যাপল।
বিভিন্ন সামাজিক অ্যাপের মধ্যে পোস্ট ‘বুস্ট’ করতে আর্থিক ফি’র ব্যবস্থা চালুর উদ্দেশ্যে নিজস্ব নীতিমালায় আপডেট এনেছে কোম্পানিটি।
শিল্প তথ্য অনুযায়ী, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে অ্যাপ স্টোরের নেট আয় কমেছে পাঁচ শতাংশ। এমনকি ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার দাম ওঠানামা করায় এশিয়া ও ইউরোপের একাধিক দেশে অ্যাপ স্টোরের দাম বাড়াতে বাধ্য হয় অ্যাপল।
তার ওপর, আইফোন নির্মাতা কোম্পানিটি ‘অ্যাপ স্টোর থেকে টুইটার বন্ধের হুমকি দিয়েছে’, এমন দাবি করে অ্যাপলের সঙ্গে ‘যুদ্ধে নেমেছেন’ টুইটারের মালিক ইলন মাস্ক।
বিনামূল্যের ও পেইড ক্যাটেগরিতে এই বছরের সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ ও গেইমের তালিকা:
শীর্ষ বিনামূল্যের অ্যাপ
টিকটক
ইউটিউব: ওয়াচ, লিসন, স্ট্রিম
হোয়াটসঅ্যাপ
ইনস্টাগ্রাম
গুগল ম্যাপস
গুগল সার্চ
জিমেইল- ইমেইল বাই গুগল।
বিরিয়েল
ফেসবুক
ক্যাশ অ্যাপ
শীর্ষ ‘পেইড’ অ্যাপ
প্রোক্রিয়েট পকেট
হটস্কেজিউলস
ওয়ান্ডার উইকস
শ্যাডোরকেট
৭৫ হার্ড
অটোস্লিপ ট্র্যাক স্লিপ অন ওয়াচ
টাচরিটাচ
ফিলকা – এসএলআর ফিল্ম ক্যামেরা
স্কাইভিউ
মাই ম্যাকরোস+ | ডায়েট অ্যান্ড ক্যালরিস
শীর্ষ বিনামূল্যের গেইম
ওয়ার্ডল!
সাবওয়ে সার্ফারস
রবলক্স
স্টাম্বল গাইজ
কালারিং ম্যাচ
কাউন্ট মাস্টারস: ক্রাউড রানার ৩ডি
ফিশডম
কল অফ ডিউটি®: মোবাইল
পার্কিং জ্যাম ৩ডি
টেক্সট অর ডাই
শীর্ষ ‘পেইড’ গেইম
মাইনক্রাফট
হেডস আপ!
ব্লুনস টিডি ৬
জিওমেট্রি ড্যাশ
মনোপোলি – ক্লাসিক বোর্ড গেইম
মাই চাইল্ড লেবেন্সবর্ন
ফাইভ নাইটস অ্যাট ফ্রেডি’স
প্লেগ ইনকর্পোরেটেড
রোভিও ক্লাসিক্স: এবি
ফাইভ নাইটস অ্যাট ফ্রেডি’স ২
শীর্ষ ‘অ্যাপল আর্কেড’ গেইম
এনবিএ ২কে২১ আর্কেড এডিশন
দ্য অরিগন ট্রেইল
অ্যাংগ্রি বার্ডস রিলোডেড
স্নিকি সাসকোয়াচ
কুকিং মামা: কিউজিন!
ব্লুনস টিডি ৬+
স্কেট সিটি
র্যাপড কার্ট রেসারস
সলিটেয়ার বাই মোবিলিটিওয়্যার+
লেগো স্টার ওয়ার্স: কাস্টঅ্যাওয়েইজ