আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যেভাবে দেশে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে তাতে ২০২৫ সালের মধ্যে ১০ লাখ জব রিপ্লেসমেন্ট টার্গেট পূরণ করতে সক্ষম হব। এরইমধ্যে আমরা ২০২৫ সালের মধ্যে ৩০ লাখ মানুষের চাকরি সৃষ্টির একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।
১ ডিসেম্বর, বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ফিউচার নেশন জব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।
দেশের শিক্ষা ব্যব্যস্থাকে সনদমুখী থেকে দক্ষতামুখী করার আহ্বান জানিয়ে পলক বলেন, শুধু অংক, ইংরেজি বা বিজ্ঞান শিক্ষাই যথেষ্ট নয়। চতুর্থ বিপ্লবের উপযোগী ফ্রন্টিয়ার প্রযুক্তি বা কগনেটিভ সফট স্কিল শিখতে হবে।
২০৪১ সাল নাগাদ দেশকে একটি জ্ঞাননির্ভর উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা নির্ভর প্রজন্ম গড়ে তুলতে এআই, রোবটিকস, মাইক্রোচিপ ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এবং সাইবার সিকিউরিটি বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানিয়েছেন পলক।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি মিসেস ভ্যান গুয়েনের, গ্রামীণফোন লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন. ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান।
উল্লেখ্য, তিনদিনের জব উৎসবে ডিআইটির ১৯ হাজার শিক্ষার্থীর জন্য দেড় শতাধিক কোম্পানি চাকরির অফার নিয়ে অংশ নিয়েছে।