ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং অনুমতি না নিয়ে দেশের বাইরের সার্ভারে পাঠানোর অভিযোগে ভারত সরকার বিভিন্ন দেশের ৩৪৮টি অ্যাপ বন্ধ করে দিয়েছে। দেশটির তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এ তথ্য জানিয়েছেন। খবর এই সময়।
চন্দ্রশেখর বলেন, ৩৪৮টি মোবাইল অ্যাপ্লিকেশন চিহ্নিত করা হয়েছে, অ্যাপগুলো ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা দেশের বাহিরের সার্ভারে রাখছিল। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অনুমতি না নিয়ে এভাবে তথ্য আদান-প্রদান দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, রাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা লঙ্ঘনের শামিল।