যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ একটি বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। যেখানে মহাকাশ প্রকৌশলীদের তৈরি মহাকাশ অনুসন্ধানের যুগান্তকারী ধারণার প্রতিফলন ঘটে। এ বছর ১৬২টি দেশ থেকে ৫ হাজার ৩২৭টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এর মধ্যে ‘মোস্ট ইন্সপাইরেশনাল’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ‘ডায়মন্ডস’।
টিম ‘ডায়মন্ডস’ এ রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী টিসা খন্দকার (টিম লিডার), মুনিম আহমেদ (সিস্টেম ডিজাইনার), ইঞ্জামামুল হক সনেট (সিস্টেম আর্কিটেক্ট), আবু নিয়াজ (সিস্টেম ডেভেলপার) ও জারিন চৌধুরী (রিসার্চার)।
টিম ডায়মন্ডসের প্রকল্প ‘ডায়মন্ড ইন দ্য স্কাই’ একটি ইন্টারেক্টিভ গেম ভিত্তিক স্পেস লার্নিং উপাদান, যা বিশেষভাবে ১০ থেকে ১২ বছরের বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এটি শিশুদের নাক্ষত্রিক পরিবর্তনশীলতা সম্পর্কে আরও জানতে সক্ষম করে এবং রাতের আকাশ কীভাবে গতিশীল তা খুঁজে বের করে। এই গেমটি খেলে বাচ্চারা একটি তারার প্যাটার্ন চিনতে এবং উজ্জ্বলতা সম্পর্কে জানতে পারবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।