প্রথমাবেরর মতো দেশজুড়ে জাতীয় ভাবে এবং নিয়মতান্ত্রিক ষষ্ঠ ডিজিটাল বাংলাদশ দিবস পালিত হচ্ছে। ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিবাদ্যে এবারের দিবসের মূল কর্মসূচিতে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশীজনদের পুরস্কৃত করা হবে।
‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত হয় প্রতিবছর ১২ ডিসেম্বরে। এ দিবসটির পূর্বনাম ছিল আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর , ২০১৭ সাল বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয় এবং ২৬ নভেম্বর, ২০১৮ সালে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনটিকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ নিয়ে থাকছে তথ্যচিত্র প্রদর্শনী। এছাড়ও এই অনুষ্ঠান থেকে ৪টি ডিজিটাল পার্ক ও ‘ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার মূলমন্ত্র নিয়ে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠান স্থল থেকে ডিজিটাল সংযুক্তির মাধ্যমে রাজশাহীতে স্থাপিত ‘জয় সিলিকন টাওয়ার’, ‘বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম’ ও ‘বঙ্গবন্ধু সিনেপ্লেক্স’ এবং বরিশালে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবস উপলক্ষে সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২” উপলক্ষে আইসিটি বিভাগ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আইসিটি প্রতিমন্ত্রী। সন্ধ্যায় আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র “অন্তর্জাল” এর মোশন পোস্টার উন্মোচন এবং মুক্তির তারিখ ঘোষণা করবেন তিনি।
এরমধ্যে আগারগাঁওয়ে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পালন করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাকও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এছাড়াও কৃচ্ছ্রতা সাধনের লক্ষ্যে রাজধানীর বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনিকভাবেও দিবসটি সীমিত পরিসরে উদযাপন করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থা নিজ নিজ উদ্যোগে দিবসটি পালন করছে। পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি, বেসিস, বাক্ক, আইএসপিএবি ও ই-ক্যাব নিজেদের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে। এর মধ্যে ই-ক্যাব আয়োজন করেছে ফুটবল টুর্নামেন্ট।