সেলফিপ্রেমীদের নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলা। মটো এজ এক্স৩০-এর উত্তরসূরি হিসেবে আসবে মটো এক্স৪০। ১৫ ডিসেম্বর দেশীয় বাজারে উন্মোচিত হবে এই ফোন। মটোরোলার পক্ষ থেকে ইতোমধ্যেই ফোনের টিজার পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে নতুন এই ফোনের কিছু তথ্য উঠে এসেছে।
প্রকাশিত টিজারে দেখা গেছে, ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার প্রাইমারি সেন্সর। একটি ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৬০ মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার তুলনায় সেলফি ক্যামেরা সাধারণত কম মেগাপিক্সেল হয়ে থাকে। মটোরোলা তাদের এই ফোনের সেলফিতে বেশি গুরত্ব দিয়েছে।
স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর চালিত এই ফোনে থাকবে সর্বাধিক ১৮ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।
কার্ভড এজসহ ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকবে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট।