মার্কিন বিদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক প্রতিষ্ঠানটির আরও শেয়ার বিক্রি করেছেন। এবার ২ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন তিনি, যার মূল্য ৩ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন সিকিউরিটিজ এ জমা দেওয়া নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কোম্পানিটিতে এখন ইলন মাস্কের মাত্র ১৩ দশমিক ৪ শতাংশ মালিকানা অবশিষ্ট রয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান রিফাইনিটিভ ডাটা।
গত ১ বছরে টেসলার প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের মূল্যমানের শেয়ার বিক্রি করেছেন মাস্ক।
অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। এর পরই দুইবার টেসলার শেয়ার বিক্রি করেছেন। বিনিয়োগকারীরা মনে করছেন, টুইটারে মনোযোগ দিতে গিয়ে টেসলার ব্যবসা হারাচ্ছেন বিশ্বের শীর্ষ সাবেক ধনী।
ইলন মাস্ক ২০২১ সালের সেপ্টেম্বর থেকে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছিলেন। চলতি বছর টেসলারের শেয়ারের ব্যাপক দরপতনের ফলে তিনি শীর্ষস্থান হারান। তাকে ছাড়িয়ে ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট।