ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা ব্যবহারে স্বচ্ছতা না মানায় ফেসবুক-ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটাকে ৪১৪ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন।
ইউরোপীয় ইউনিয়নের ডেটা নীতিমালা লঙ্ঘন করে ব্যবহারকারীদের ডেটা অনলাইন বিজ্ঞাপনের জন্য ব্যবহার করায় এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক কমিশন।
আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন বলছে, ফেসবুক-ইনস্টাগ্রাম যেভাবে নিজেদের ব্যবহারকারীদের কাছে ডেটা ব্যবহারের অনুমতি চেয়ে থাকে তা আইনসংগত নয়। গ্রাহকদের ডেটা যেভাবে ব্যবহৃত হচ্ছে, সেটাই মেনে নিতে হবে– এমন কথা বলে ফেসবুক ও ইনস্টাগ্রাম জোর করে অনুমতি নিতে পারে না।
রিপোর্টে বলা হয়েছে, মেটার আরেক জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে ডেটার গোপনীয়তা লঙ্ঘনের দায়ে আগামী সপ্তাহে পৃথক রায় দেওয়া হবে।
এ বিষয়ে মেটা জানিয়েছে, এই সিদ্ধান্ত হতাশাজনক, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করতে আগ্রহী।