চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ৮ জিবি র্যামের নতুন ফোন আনল। মডেল রিয়েলমি ১০ ৪জি। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।
রিয়েলমির নতুন ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট ব্যবহৃত হয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করছে পারফরম্যান্সে অনেক বাঘা বাঘা ফোনকে নাস্তানাবুদ করতে পারবে এই ডিভাইস।
আনটুটু বেঞ্চমার্কিংয়ে ৩ লাখ ৯০ হাজার স্কোর করেছে সস্তার এই ফোন। ভালো ব্যাক আপের জন্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে চীনা সংস্থাটি। সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং।
৮ জিবি র্যামের হাইএন্ড ভেরিয়েন্ট ছাড়াও ৪ জিবি র্যামের একটি এন্ট্রি লেভেলের ভার্সন কিনতে পাওয়া যাবে।
৮ জিবি র্যামের সঙ্গে দেওয়া হয়েছে ১২৮ জিবি স্টোরেজ। ৪ জিবিতে ৬৪ জিবি স্টোরেজ।
রিয়েলমি ১০ ৪জি মডেলে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে। ৯০ হার্জ ডিসপ্লের সঙ্গে ৩৬০ হার্জ টাচ স্যামপ্লিং রেট পাওয়া যাবে। ডিসপ্লের উপরে রয়েছে গরিলা গ্লাস ৫ প্রটেকশন।
রিয়েলমির নতুন এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর থাকছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
ডিসপ্লের উপরে বাঁ দিকে হোল পাঞ্চ কাটআউটের নিচে এই ক্যামেরা থাকছে। ক্যামেরায় রয়েছে বিশেষ নাইট মোড।