অনেক দিন ধরেই বাজার গরম করার কাজ চলছিল। অবশেষে ভারতে লঞ্চ হল রিয়েলমি ৩ প্রো । সোমবার নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হয়েছে। রিয়েলমি ৩ প্রো তে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট আর ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে ৬.৩ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে আর ডিসপ্লের উপরে গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা ব্যবহার করেছে রিয়েলমি। রিয়েলমি ৩ প্রো ফোনে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির কালারওএস ৬.০ স্কিন। রেডমি নোট ৭ প্রো এর সাথে টেক্কা দিতে রিয়েলমি ৩ প্রো লঞ্চ করল চীনের কোম্পানিটি।
রিয়েলমি ৩প্রো স্পেসিফিকেশন
ডুয়াল সিম রিয়েলমি ৩ প্রো তে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির কালারওএস ৬.০ স্কিন। রিয়েলমি ৩ প্রো তে থাকছে একটি ৬.৩ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৬ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
রিয়েলমি ৩ প্রো ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল আইএমএক্স৫১৯ প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য রিয়েলমি ৩ প্রো তে থাকছে একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা। রিয়েলমি ৩ প্রো ক্যামেরায় ৯৬০ ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা যাবে। ৬৪ মেগাপিক্সেল ছবি তোলার জন্য থাকছে আল্ট্রা এইচডি মোড আর কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড।
রিয়েলমি ৩ প্রো ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটির জন্য রিয়েলমি ৩ প্রো তে রয়েছে ব্লুটুত ৫.০, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি (২.৪ গিগাহার্টজ+৫ গিগাহার্টজ) আর ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে ৪,০৪৫,এমএএইচ ব্যাটারি। জলদি চার্জ করার জন্য থাকছে ভিওওসি ৩.০ ফাস্ট চার্জ সাপোর্ট। রিয়েলমি ৩ প্রো এর ওজন ১৭২গ্রাম।