হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে মেসেজ ডিলিট করার অপশন। এর ফলে মেসেজ পাঠানোর নির্দিষ্ট সময়ের জন্য সেই মেসেজ ডিলিট করা সম্ভব। ব্যক্তিগত চ্যাট ও গ্রুপ চ্যাটে সবার জন্যই মেসেজ ডিলিট করা সম্ভব। যদিও এমন অনেক সময় আসে যখন মনে হয় ডিলিট হওয়া সেই মেসেজ যদি পড়া যেত।
তবে একবার মেসেজ ডিলিট হলে হোয়াটসঅ্যাপ অফিশিয়াল অ্যাপ থেকে সেই মেসেজ পড়ার কোনো উপায় থাকে না। যদিও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড গ্রাহকরা হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়তে পারবেন। ডিলিট হওয়া মেসেজ পড়ার জন্য প্রথমে প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন নোটিসেভ অ্যাপ। এই অ্যাপ ডাউনলোড করে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করলেই হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ পড়া যাবে। শুধু টেক্সট মেসেজ নয়, নোটিসেভ অ্যাপ ব্যবহার করে ডিলিট হওয়া ছবি ও ভিডিও দেখে নেওয়া যাবে। এবার ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ পড়া যাবে কীভাবে তা দেখা নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়বেন যেভাবে
ধাপ-১ : প্লে-স্টোর থেকে নোটিসেভ অ্যাপ ডাউনলোড করুন। শুধু অ্যান্ড্রয়েড গ্রাহকরাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
ধাপ-২ : নোটিসেভ ইনস্টল করে লগ ইন করুন।
ধাপ-৩ : লগ ইন করে নোটিসেভ অ্যাপের হোম স্ক্রিন ওপেন করুন।
ধাপ-৪ : এবার হোয়াটসঅ্যাপ আইকন সিলেক্ট করলে আপনি সব ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।
ধাপ-৫ : নির্দিষ্ট কোনো ব্যক্তির পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে হলে কন্টাক্ট ফিল্টার ব্যবহার করুন।
যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যাপ ডাউনলোড করলে ফোনের সুরক্ষার বিষয়টির সঙ্গে আপনাকে আপস করতে হতে পারে। কারণ এ ধরনের থার্ড পার্টি অ্যাপ থেকে ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। তাই নিজে ঝুঁকি নিয়ে এই অ্যাপ ব্যবহার করুন।