টুইটার নিয়ে একের পর এক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বিশ্বের অন্যতম ধনকুবের এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এর মধ্যেই পেয়েছেন সুখবর। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে পেছনে ফেলে টুইটারে এখন সবচেয়ে বেশি ফলোয়ার তার। এই মুহূর্তে ইলন মাস্কের ১৩ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭০৯ জন ফলোয়ার রয়েছে। অন্যদিকে ওবামার ফলোয়ার সংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৪২ হাজার ৮১৯।
৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটারের মালিকানা গ্রহণ করেছেন মাস্ক, যা নিঃসন্দেহে ওবামার চেয়ে তার ফলোয়ারের সংখ্যা বাড়তে সাহায্য করেছে। গত জুনে টুইটার প্রধানের ১০০ মিলিয়ন ফলোয়ার হয়েছিল এবং পরবর্তীতে তা বাড়তে থাকে।
মাস্ক প্রায় সময়ই টুইটারে বিভিন্ন ধরনের পোস্ট করার মাধ্যমে তার ফলোয়ারদের সঙ্গে সংযুক্ত থাকেন। পোস্টগুলো হয়ে থাকে টুইটারে আসা বিভিন্ন পরিবর্তন প্রসঙ্গে, আবার আপত্তিকর ইমোজিও পোস্ট করে থাকেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে তার টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়া উচিত কিনা, টুইটারের সিইও পদ থেকে তার পদত্যাগ করা উচিত কি না —এমন সিদ্ধান্ত নিতেও তিনি ভোটের আয়োজন করেন এবং ফলোয়ারদের কাছ থেকে মতামত নেন।
অন্যদিকে বারাক ওবামা মূলত পেশাগত কাজে তার টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন জাস্টিন বিবার এবং চতুর্থ অবস্থানে রয়েছেন কেটি পেরি।