শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিভিন্ন দেশ ও প্রযুক্তি জায়ান্টরা। এ লক্ষ্যে নিত্য নতুন ফিচার ও টুল আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্লাটফর্মের জন্য নতুন প্যারেন্টাল কনট্রোল টুল চালুর ঘোষণা দিয়েছে মেটা।
টুলগুলো কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সহায়তা করবে। পাশাপাশি মেসেঞ্জার, ইনস্টাগ্রামে অপরিচিতদের কাছ থেকে সরাসরি মেসেজ আসা নিয়ন্ত্রণ করবে এবং দীর্ঘ সময় অ্যাপ ব্যবহার করলে কিশোরদের বিরতি নেয়ার কথাও জানাবে।
মেটার ফ্যামিলি সেন্টারের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় মেসেঞ্জারের সুপারভিশন কনট্রোল পৌঁছে যাবে বলে জানা গেছে।
নতুন কনট্রোলের মাধ্যমে অভিভাবকরা কিশোরদের গোপনীয়তা ও নিরাপত্তা নীতিমালা নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া মেসেঞ্জারের কন্টাক্ট লিস্টে কোনো পরিবর্তন আসলে সেটাও দেখা যাবে এবং অ্যাপে ব্যয় করা সময়ও নিয়ন্ত্রণ করা যাবে।
চূড়ান্ত পর্যায়ের অনুমতির ক্ষেত্রে কিশোররা যদি কারো অ্যাকাউন্ট রিপোর্ট করে থাকে সে সংক্রান্ত নোটিফিকেশনও অভিভাবকদের কাছে চলে যাবে।
টুলের মাধ্যমে কারা শিশু বা কিশোরদের মেসেজ দিতে পারবে এবং স্টোরি দেখতে পারবে অভিভাবকরা তা নিয়ন্ত্রণ করবেন। এসব সেটিংসে কোনো পরিবর্তন আসলেই তা অভিভাবকদের কাছে চলে যাবে।
অন্যদিকে কিশোর ও প্রাপ্তবয়স্কদের মধ্যে যোগাযোগ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইনস্টাগ্রাম। সবশেষ সংযোজন হিসেবে অপরিচিত কারো সঙ্গে কথা বলার জন্য অনুমতি প্রদানে আলাদা ইনভাইটেশন মেসেজ পাঠানোর ফিচার যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার পাশাপাশি অপরিচিত কারো মেসেজ থেকে সুরক্ষিত থাকা যাবে।
বর্তমানে ইনস্টাগ্রামে কোয়াইট মোড ফিচার রয়েছে। এটি নোটিফিকেশন আসা বন্ধ রাখে ও অ্যাপ ব্যবহার না করার সময় স্বয়ংক্রিয়ভাবে রিপ্লাই দিয়ে থাকে। এতদিন সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি থাকলেও বর্তমানে তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে মেটা।