মানবকেন্দ্রিক প্রযুক্তিকে এগিয়ে নেয়ার জন্য নতুন উদ্যোগ নিতে যাচ্ছে চীনের ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান অনর। মূলত সেলফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করবে কোম্পানিটি।
সাংহাইয়ের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩-এ অনর ডিভাইসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাও মিং জানান, বর্তমানে স্মার্টফোন কম্পিউটিং সিস্টেম, যোগাযোগ প্রযুক্তি, ডিসপ্লে, এআই প্লাটফর্মে পরিণত হয়েছে। পাশাপাশি কার্যকরভাবে বিভিন্ন প্রযুক্তি ও ডিভাইসকে একত্র করছে।
ঝাও জানান, এআই ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন স্মার্টফোনে নতুন কিছুর উদ্ভাবনকে আবশ্যকীয় করে তুলেছে। অনর সম্ভাবনার এ জায়গাগুলো দেখতে পেয়েছে এবং এগুলো বাস্তবায়নে প্রতিনিয়ত স্মার্টফোনের উন্নয়নে কাজ করছে। চীনের এ প্রযুক্তি কোম্পানি বর্তমানে বিভিন্ন খাতে এআই ব্যবহার করছে। পাশাপাশি সরাসরি ডিভাইসে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের উপায় অনুসন্ধান করছে।
ঝাও ব্যবহারকারীদের বিরতিহীন উন্নত অভিজ্ঞতা প্রদানে তথ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনরের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আরো জানান, অনর ম্যাজিক ভার্সন ২ ফোল্ডেবল ডিভাইস উন্মোচনের জন্য বেইজিংয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনর উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোন বাজারজাতের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় পরিবর্তন আনতে চাইছে। সে লক্ষ্যেই অনর ডিভাইসে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করতে চাইছে। নতুন সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য অনর স্মার্টফোনের সক্ষমতা বাড়াতে উদগ্রীব। এক্ষেত্রে গ্রাহকের সন্তুষ্টির বিষয়টিও প্রাধান্য পাবে বলে সূত্রে জানা গেছে।