নাটোরের ৪৩টি কিন্ডারগার্টেনকে স্মার্ট স্কুল হিসেবে রূপান্তর করতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সে লক্ষ্যে ছাত্র-শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ক্যালেন্ডার-ভিত্তিক কন্টেন্টসহ স্মার্ট স্কুলিংয়ের নানা ফিচার নিয়ে একটি স্মার্ট কিন্ডারগার্টেন পোর্টাল তৈরির আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার (৮ জুলাই) চলনবিল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২২ সালের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
সংগঠনটির নেতাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেছেন, পাইলট প্রকল্প হিসেবে আমরা এই মডেলটি করবো। আপনারা আবেদন করুন। যতদ্রুত সম্ভব ইনোভেশন ফান্ড থেকে যত টাকা লাগুক ৫-২০ লাখ আইসিটি বিভাগ দেবে।
এসময় প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, দেশের পাঁচ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দেয়া হবে। ডিজিটাল লিটারেসির মাধ্যমে নতুন প্রজন্ম প্রযুক্তির সৎ ব্যবহার করতে পারে সে লক্ষ্য আইসিটি বিভাগ কাজ করছে। সাইবার সিকিউরিটি বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। ২০২২ সালে শিশুদের জন্য হাসিনাস ফ্রেন্ডস পোর্টাল তৈরি করা হয়েছে। এটা সবাই ব্যবহার করবে। শিশুদের জন্য ঢাকায় জাতীয়ভাবে স্মাট চিলড্রেন কার্নিভাল আয়োজন করা হবে।
পাইলট প্রকল্পের অধীনে দেশের ১০টি জেলা ক্যাশলেস করা হচ্ছে উল্লেখ করে পলক আরও বলেন, ক্যাশ টাকার লেনদেন আর করা যাবে না। তাই ৪৩টি কিন্ডারগার্টেনকেই ক্যাশলেস করতে চাই।
চলনবিল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি মো. নজরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংড়া মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, ইউসিসি চেয়ারম্যান শেখ ওহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম। অনুষ্ঠানে সিংড়ায় ৪৩টি কিন্ডারগার্টেনে ২৬ জন ট্যালেন্টপুলে ১৩০ জন সাধারণ বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়।