ই-কমার্স সাইট রবিশপের নামে ভুয়া ওয়েবসাইট বানিয়ে প্রতারণার ঘটনায় আল ইমরান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসি জানায়, ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ই-কমার্স সাইট রবিশপের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে আল ইমরান জুয়েলকে বুধবার রাতে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নকল রবিশপ ওয়েবসাইটের ব্যাকআপ কপি সংবলিত একটি পেনড্রাইভ জব্দ করা হয়।
সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন জানান, ই-কমার্স সাইট রবিশপের ওয়েবসাইট robishop.com.bd এর অনুকরণে robishoper.com নামের ভুয়া ওয়েবসাইট ও Robi Bangladesh নামে ফেসবুক পেইজ বানিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎ করে আসছিল জুয়েল। এ বিষয়ে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি বাংলাদেশ কর্তৃপক্ষ ১০ জুলাই গুলশান থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের ধারাবাহিকতায় প্রতারক চক্রটিকে শনাক্ত করে মূলহোতা জুয়েলকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ইতোপূর্বেও এ প্রতারক চক্রটি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়েবসাইট যেমন- daraz.cl, realme.city বানিয়ে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেছিল। গ্রেফতারকৃত জুয়েলকে গুলশান থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। পরে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সংশ্লিষ্টরা জানান, প্রতারক চক্রটি জাপানভিত্তিক ডোমেইন ও ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান web.z.com থেকে ডোমেইন এবং বাংলাদেশভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান allothost.com থেকে হোস্টিং কিনে robishop.com.bd এর অনুকরণে robishoper.com নামে একটি ওয়েবসাইট তৈরি করে। পরে বিভিন্ন পণ্যে ৫০-৭০% পর্যন্ত আকর্ষণীয় ছাড়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতো। বিজ্ঞাপন তৈরির জন্য ব্যবহার করা হতো অন্যান্য ই-কমার্স সাইট থেকে ক্লোন করা ছবি।
ভোক্তাদের বিভ্রান্ত করতে সে Robi Bangladesh নামে একটি ফেসবুক পেজও তৈরি করেছিল। সাধারণ মানুষ এ ওয়েবসাইট ও ফেসবুক পেজকে প্রকৃত রবিশপের সাইট মনে করে কেনাকাটা করার জন্য robishoper.com ওয়েবসাইটে দেয়া বিকাশ, নগদ ও রকেট নাম্বারে টাকা পরিশোধ করতো।