যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল শিগগিরই তার পরবর্তী প্রজন্মের এমথ্রি প্রসেসর উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এ চিপসেট ব্র্যান্ডটির বিভিন্ন পণ্যের সঙ্গে যুক্ত হবে। এগুলোর মধ্যে একটি হতে পারে নতুন ম্যাক মিনি পিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল পিসিটিতে একটি এইট-কোর সিপিইউ এবং একটি টেন-কোর সিপিইউ থাকবে। এ চিপসেট ২৪ জিবি র্যামের সঙ্গে যুক্ত হবে। স্পেসিফিকেশন অনুযায়ী, এমটু চালিত ম্যাক মিনির বেজ মডেলের সঙ্গে এটির বেশ মিল রয়েছে।
যদিও বেজ মডেলটিতে মাত্র ৮ জিবি র্যাম রয়েছে। তাই নতুন ম্যাক মিনিতে উচ্চতর বেজ স্টোরেজ থাকতে পারে। এ খবর সত্য হলে অ্যাপল বেশ কয়েকটি এমথ্রি ম্যাক নিয়ে কাজ করছে, যার মধ্যে ম্যাকবুকও রয়েছে।
ব্লুমবার্গের মার্ক গুরম্যান বলেন, এ এমথ্রি ম্যাকগুলো সম্ভবত ২০২৪ সালের প্রথম আর্থিক ত্রৈমাসিকের আগে বাজারে আসবে। এটি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনের সঙ্গেও সংগতিপূর্ণ।
কোম্পানিটি ম্যাক প্রো এবং ম্যাক স্টুডিওর এমথ্রি সংস্করণ নিয়ে কাজ করছে কিনা সেটি এখনো জানা যায়নি।