নতুন করে আইফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের এক ব্যবহারকারীর পকেটে আইফোন বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে।
আইফোন বিস্ফোরণের এই দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে। যেখানকার একজন ব্যবসায়ীর প্যান্টের পকেটে একটি আইফোন পুড়ে গিয়েছে বলে অভিযোগ। এটি কোন সিরিজের আইফোন তা জানা যায়নি। বাড়ির বাইরে বসে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আলিগড়ের ৪৭ বছর বয়সী রিয়েল এস্টেট ব্যবসায়ী প্রেম রাজ সিং অভিযোগ করেন, ফোনটি তার পকেটে থাকা অবস্থায় আগুন ধরে যায়। যদিও তার দাবি তিনি প্রথমে বুঝতে পেরেছিলেন পকেটে কিছু একটা হচ্ছে। ফোনটি যখন গরম হচ্ছিল তখন তিনি টের পাচ্ছিলেনন। একটু পরই পকেট থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এতে প্রেম রাজের বুড়ো আঙুল পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোনটা বের করে আনলাম এবং তা বিকট শব্দ করে দুই টুকরো হয়ে গেল।
প্রেম রাজ সিং ভারতীয় গণমাধ্যমকে বলেন, এটি একটি অ্যাপল আইফোন। কিন্তু মডেল নম্বর খুঁজে পাওয়া যায়নি।
তার শেয়ার করা ছবি থেকে মনে হচ্ছে এটি পুরনো আইফোন ৮ এব ৭ মডেল হতে পারে।
তিনি আরও জানান, তিনি গত ১০ বছর ধরে আইফোন ব্যবহার করছেন। কিন্তু এই ঘটনার পরে, তিনি কোম্পানির ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। ফোনটি তার চোখের সামনে দুইটি ভাগ হয়ে যায় ফোন। সামনের এবং পেছনের প্যানেলগুলো আলাদা করা হয়েছে। ছবিতে দেখা যায় আইফোন সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
রাজ্যের মহুয়া খেদা থানায় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রেম রাজ সিং। প্রতিবেদনে বলা হয়, ফোনটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। যে সব ঘটনা সামনে এসেছে, তার বেশির ভাগই খারাপ ব্যাটারি ও শর্ট সার্কিটের কারণে হয়েছে।