ডেস্কটপ কম্পিউটারে মেসেঞ্জার আনতে যাচ্ছে ফেসবুক। ক্যালিফোর্নিয়ার স্যান হোসে-তে অনুষ্ঠিত এফ৮ ডেভেলপার সম্মেলনে এ ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ম্যাক এবং উইন্ডোজ কম্পিউয়টারের সফটওয়্যার হিসেবে আনা হবে মেসেঞ্জার। এতদিন যাবৎ ব্রাউজারে আলাদাভাবে মেসেঞ্জার ব্যবহার করা যেত।
বর্তমান বিশ্বে ডেস্কটপ কম্পিউটারের চেয়ে মোবাইল ফোনের সংখ্যা অনেক বেশি। ফলে ডেস্কটপের উন্নয়নেও এসেছে ধীর গতি। কিন্তু যেসব কর্মী অফিসে সারাদিন ম্যাক বা পিসি ব্যবহার করেন তাদের জন্য মেসেঞ্জার একটি গুরুত্বপূর্ণ ফাংশন। আর একটি আলাদা মেসেজিং অ্যাপ তাদেরকে দিনের কয়েক ঘন্টা ফেসবুক ইকোসিস্টেমের মধ্যে রাখবে।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে যে কোনো ডিভাইস থেকে বার্তা পাঠাতে চায় এবং কোনো কোনো সময় তারা আরেকটু বেশি শেয়ারিংয়ের জায়গা চায় এবং তারা যে মানুষগুলোর প্রতি বেশি যত্নশীল তাদের সঙ্গে যুক্ত হতে চায়।
ফেসবুকের এমন পদক্ষেপে মেসেঞ্জারের লাভও বাড়তে পারে। এই প্ল্যাটফর্মটিতে বিজ্ঞাপন দিতে বিভিন্ন প্রতিষ্ঠান মুখিয়ে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণেও মোবাইলের মতো অডিও কল, গ্রুপ ভিডিও কল এবং অন্যান্য ফিচার থাকবে। মূলত ফেসবুক মেসেঞ্জারের ওয়েব সংস্করণ মেসেঞ্জার ডটকমের ওপর ভিত্তি করেই তৈরি করা হবে মেসেঞ্জার অ্যাপ।
ইতোমধ্যেই ডেস্কটপ অ্যাপের পরীক্ষা চালানো হচ্ছে এবং চলতি বছরের শেষ দিকে এটি বিশ্ব জুড়ে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ফেসবুক।