সম্প্রতি আইফোন ১৫ সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। বিশ্ববাজারের পাশাপাশি ভারতে শীর্ষ অবস্থান ধরে রাখতে আগ্রহী কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। এ লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছিও রয়েছে এ টেক জায়ান্ট। দেশটিতে ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেলের চাহিদা বাড়ছে। যার পরিপ্রেক্ষিতে অ্যাপলের বাজার হিস্যা বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে অ্যাপলের ৭ শতাংশ স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলতি বছরের প্রথমার্ধে যার পরিমাণ ছিল ৫ শতাংশ। অ্যাপলের ফ্ল্যাগশিপ ডিভাইসের বিক্রি প্রতিনিয়ত কমছে। এর মধ্যে ভারতে ব্যবসা বিস্তারের অন্যতম স্থানে পরিণত করার লক্ষ্যেও কাজ করছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। চীনের নিয়ন্ত্রক সংস্থার চাপ ও চাহিদা কমে যাওয়ার কারণে অ্যাপলের সরবরাহকারীরাও ভারতে উৎপাদন কার্যক্রম বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।
অ্যাপলের ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেল কেনার জন্য ভারতে অপেক্ষার সময় বাড়ছে। সেখানকার গ্রাহককে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। চীন ও যুক্তরাষ্ট্রেও চাহিদার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, চতুর্থ প্রান্তিকে ভারতে মোট বিক্রীত ডিভাইসের মধ্যে আইফোন ১৫ই ২৫ শতাংশ থাকবে যা আগের প্রজন্মের সবচেয়ে বেশি বিক্রীত ডিভাইসের তুলনায় ৪ শতাংশ বেশি।
বাজার গবেষণায় আরেক প্রতিষ্ঠান আইডিসি। এর গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, ‘২০১৯ সালে ভারতের প্রিমিয়াম স্মার্টফোনের বাজার ছিল দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালের প্রথমার্ধে তা ৬ দশমিক ১ শতাংশে উঠে এসেছে। মূলত অ্যাপলের সফলতার জন্যই এটি সম্ভব হয়েছে।’