সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি নতুন পরিষেবা সফোস ইনসিডেন্ট রেসপন্স রিটেইনার নিয়ে এসেছে। পরিষেবাটি প্রতিষ্ঠানগুলোকে ইনসিডেন্ট রেসপন্স সার্ভিসে দ্রুত প্রবেশের সুবিধা দেয়। এছাড়া এর মাধ্যমে ৪৫ দিন সর্বক্ষণ ম্যানেজড ডিটেকশন ও রেসপন্স (এমডিআর) সেবাও পাওয়া যাবে।
পরিষেবার মাধ্যমে সাইবার হামলাগুলো দ্রুত প্রতিকার করা যাবে বলে দাবি সফোসের। এর মাধ্যমে এক্সটারনাল ভালনারেবিলিটি বা সিস্টেমের বাইরের দুর্বলতাগুলো স্ক্যানিং এবং জটিল সমাধানগুলো সম্পর্কে নির্দেশিকা পরিষেবায় পাওয়া যাবে। ফলে প্রতিষ্ঠানগুলো বিদ্যমান সুরক্ষার কাঠামোয় পরিবর্তন আনার পাশাপাশি প্রথম ধাপেই নিয়ন্ত্রণ সম্ভব এমন সমস্যা চিহ্নিত করবে।
অ্যাকটিভ অ্যাডভারসেরি রিপোর্ট ফর টেক লিডারস ২০২৩ প্রতিবেদন অনুযায়ী আক্রমণকারীর অবস্থানের সময়সীমা ক্রমাগত কমে আসছে। তাই সাইবার হামলার অবস্থান এবং তা প্রতিরোধ কঠিন হয়ে উঠছে। এর মধ্যে রয়েছে ডাটা ব্রিচ এবং র্যানসমওয়্যারের মতো ঝুঁকি। যেখানে ২০২২ সালে গড়ে এ সময় ছিল ১০ দিন, ২০২৩ সালের প্রথমার্ধে তা কমে আটদিন হয়েছে। গ্রাহকের জন্য এন্ডপয়েন্ট কনফিগারেশন পরীক্ষা এবং ডিভাইস অডিটের পরিষেবা রিটেইনারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।