ভিডিও গেম খেলা, স্ট্রিমিং বা কনটেন্ট নির্মাণ সব ক্ষেত্রেই মাইক্রোফোন জরুরি। এদিক বিবেচনায় তিনটি নতুন ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে এসেছে সনি। মূলত কনটেন্ট নির্মাতাদের জন্য এগুলো উন্মোচন করা হয়েছে। মডেলগুলো হলো ইসিএম-ডব্লিউ৩, ডব্লিউ৩এস ও এসওয়ান। বিভিন্ন পরিসরের কনটেন্ট নির্মাতাদের জন্য এটি সহায়ক হবে।
সম্প্রতি বাজারে আনা জেডভি সিরিজের মিররলেস ব্লগ ক্যামেরার সঙ্গে মাইক্রোফোনগুলো আনা হয়েছে। ইসিএম-ডব্লিউ৩ ও ডব্লিউ৩এস মূলত ভ্লগিং অ্যাপ ও ইন্টারভিউর জন্য তৈরি করা হয়েছে। ইসিএম-ডব্লিউ৩-এ দুটি মাইক ও টু-চ্যানেল রিসিভার রয়েছে।
অন্যদিকে ডব্লিউ৩এসে একটি মাইক্রোফোন ও সিঙ্গেল চ্যানেল রিসিভার রয়েছে। নতুন মাইক্রোফোনগুলো ৬ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম এবং চার্জিং কেসও রয়েছে। ওয়্যারলেস মাইক্রোফোনগুলোয় নয়েজ আউট স্পিচ ও লো আউট ফিল্টার ফিচার রয়েছে।
মাইকগুলোতে ইউএসবি-সি ও ৩ দশমিক ৫ মিলিমিটারের সংযোগ দেয়া হয়েছে। এগুলো ব্লুটুথ ৫.৩ এলই ও এলসি৩প্লাস কোডেক সমর্থন করে। সনি ইসিএম-ডব্লিউ৩-এর দাম ৪৭০ ডলার। অন্যদিকে ইসিএম-ডব্লিউ৩এস-এর দাম ৩৫০ ডলার ও ইসিএম-এসওয়ানের দাম ৪২০ ডলার। অক্টোবর থেকে এগুলো কেনা যাবে।