বাজেট নির্ধারণ বা হিসাব সম্পাদনে ফ্রি অ্যাপ চালু করেছিল ইনটুইট। সম্প্রতি অ্যাপটির কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে।
আগামী জানুয়ারি থেকে অ্যাপটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে সূত্রে জানা গেছে।
২০২১ সালে অ্যাপটির ব্যবহারকারী ৩৬ লাখ ছাড়িয়ে গিয়েছিল। কার্যক্রম বন্ধের পর ব্যবহারকারীদের ক্রেডিট কার্মা নামের আরেকটি পরিষেবায় স্থানান্তর করা হবে।
মিন্টের মাধ্যমে বাজেট নির্ধারণ, খরচের ক্ষেত্র, বিভিন্ন পরিষেবার সাবস্ক্রিপশনসহ বিভিন্ন বিষয় তদারক করা যেত।