আইফোনে ছবি তোলার অভিজ্ঞতাকে আরো উন্নত করতে নিজস্ব ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি) তৈরি করছে অ্যাপল। চীনের এক টিপস্টারের তথ্যানুযায়ী, কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি এখন চিপ ডিজাইনে কাজ করছে।
২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ব্যাপক হারে চিপটির উৎপাদন শুরু করবে বলে জানা গেছে। স্মার্টফোন দিয়ে ছবি তোলার সময় আইএসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ক্যামেরা সেন্সর থেকে মূল ছবির তথ্য প্রক্রিয়া করে থাকে। এটি হাই কোয়ালিটির একটি ইমেজ তৈরিতে এইচডিআর, এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট, শার্পনেস, নয়েস কমানোসহ বিভিন্ন কাজে সহায়তা করে।
বর্তমানে অ্যাপল আইফোনগুলোয় সনির ইমেজ সিগন্যাল প্রসেসর ব্যবহার করে। তবে নিজস্ব আইএসপি ব্যবহারের মাধ্যমে অ্যাপল ইমেজিং প্রক্রিয়া আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। এটি অ্যাপলের ডিভাইসের জন্য বিশেষভাবে অপ্টিমাইজ করা হবে।